বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৫৮। 
কালী-কীর্তন
 

ও কেরে মনোমোহিনী ।
ওই মনোমোহিনী
ঢলঢলঢল তড়িৎ ঘটা, মনি-মরকত-কান্তি-ছটা
একী চিত্তছলনা, দৈত্যদলনা,
ললনা নলিনী-বিড়ম্বিনী
সপ্ত পেতি, সপ্ত হেতি, সপ্তবিংশ-প্রিয়-নয়নী ।
শশী খণ্ড শিরসি, মহেশ-উরসী,
হরের রূপসী একাকিনী
ললাটফলকে, অলকা ঝলকে,
নাসানলকে, বেসরে মণি ।
মরি ! হেরি একী রূপ, দেখো দেখো ভূপ,
সুধারস-কূপ, বদনখানি
শ্মশানে বাস, অট্টহাস, কেশপাশ, কাদম্বিনী ।
বামা সমরে বরদা, অসুর-দরদা,
নিকটে প্রমোদা, প্রমাদ গণি
কহিছে প্রসাদ, না করো বিবাদ,
পড়িল প্রমাদ, স্বরূপে গণি ।
সমরে হবে না জয়ী রে,
ব্রহ্মময়ী রে, করুণাময়ীরে, বলো জননি


সূত্র: