বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৫৯। কালী-কীর্তন
রামকেলি - আড়াঢলিয়ে ঢলিয়ে কে আসে,
গলিত চিকুর আসব-আবেশে ।
বামা রণে দ্রুতগতি চলে,
দলে দানব দলে, ধরি করতলে, গজ গরাসে ॥
কে রে, কালীয় শরীরে, রুধির শোভিছে,
কালিন্দীর জলে কিংশুক ভাসে ।
কে রে, নীল কমল, শ্রীমুখমণ্ডল,
অর্ধচন্দ্র ভালে প্রকাশে ।
কে রে নীলকান্ত, মণি-নিতান্ত,
নখরনিকর তিমির নাশে ।
কে রে রূপের ছটায়, তড়িত ঘটায়,
ঘন ঘোর রবে, উঠে আকাশে ॥
দিতিসুতচয় সবার হৃদয়,
থরথরথর, কাঁপে হুতাশে ।
মাগো ! কোপ করো দূর, চলো নিজপুর,
নিবেদে শ্রীরামপ্রসাদ দাসে ॥
সূত্র: