বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৬১। 
কালী-কীর্তন
মল্লার - খয়রা

মোহিনী আশা বাসা,
ঘোর তমোনাশা বামা কে ?
ঘোর ঘটা, কান্তিছটা, ব্রহ্মকটা ঠেকেছে
রূপসী শিরসি শশী, হরোরসি এলোকেশী,
মুখঝালা, সুধাঢালা, কুলবালা নাচিছে
দ্রুত চলে, আস্য টলে, বাহুবলে দৈত্যদলে,
ডাকে শিবা, কব কীবা, দিবানিশি করেছে ।
ক্ষীণ দীন ভাগ্যহীন, দুষ্টচিত্ত সুকঠিন,
রামপ্রসাদে কালীর বাদে, কী প্রমাদে ঠেকেছে


সূত্র: