বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৬৩। 
কালী-কীর্তন
কালেংড়া - ঠুংরি

(হেরো), কার রমণী নাচে রে ভয়ংকরা-বেশে ।
কে রে, নব-নীল-জলধর-কায় হায় হায়,
কে রে, হরহৃদি হৃদ-পদে দিগবাসে
কেরে, নির্জনে বসিয়া, নির্মাণ করিল,
পদ রক্তোৎপল জিনি,
তবে কেন রসাতলে যায় ধরণি ;
হেন ইচ্ছা করে, অতি গাঢ় করে,
বাঁধি প্রেমডোরে, রাখি হৃদি-সরোবরে,
হিল্লোলে ভাসে
কে রে, নিন্দিত রামকদলীতরু, হেরি ঊরু,
দরদর রুধির ক্ষরে,
যেন নীরদ হইতে নির্গত চপলে ;
অতি রোষবলে, ভুজঙ্গমদলে,
নাভিপদ্মমূলে, ত্রিবলীর ছলে, দংশিল এসে ।
কে রে, উন্নত কুচ-কলি, মুখশতদলে অলি,
গুনগুন করিয়া বেড়ায় যেন বিকশিত,
সিতাম্ভোজ বনরোহায় ; কীবা ওষ্ঠ-শোভা,
অতি লোল জিহ্বা, হরমনোলোভা,
যেন আসব-আবেশে, শিশু সুধাভাসে
কে রে, কুন্তল-জালে, আবৃত মুখমণ্ডল,
লম্বিত চুম্বি ধরায়, তাহে ভুরুধনুর্বাণ সন্ধান করা
অর্ধচন্দ্রভালে, শিতি মুহু দোলে, কী চকোর খেলে
কীবা অরুণকিরণে গজমতি হাসে ।
কত দুন্ধবা দুন্ধবি নাচিছে ভৈরবী,
হিহি হিহি করিছে যোগিনী,
কত কটোরা ভরিয়া, সুধা জোগায় অমনই ;
রামপ্রসাদ ভণে, কাজ নাই রণে,
এ বামার সনে, যার পদতলে,
শব-ছলে আশুতোষে


সূত্র: