বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৬৬। কালী-কীর্তন
খটভৈরবী - একতালাকামিনী যামিনীবরণে রণে, এল কে ।
উলঙ্গ এলোকেশী, বাম করে ধরে অসি,
উল্লাসিতা দানবনিধনে ।
পদভরে বসুমতী, সভীতা কম্পিতা অতি,
তাই দেখে পশুপতি, পতিত চরণে রণে ।
দ্বিজ রামপ্রসাদে কয়, তবে আর কীরে ভয় ;
অনায়াসে যম জয়, জীবনে মরণে রণে ॥
সূত্র: