বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৬৭। 
কালী-কীর্তন
মল্লার - খয়রা

এলোকেশে, কে শবে, এলরে বামা ।
নখরনিকর হিমকরবর, রঞ্জিত ঘন-তনু,
মুখ হিমধামা
নব নব সঙ্গিনী, নব রসরঙ্গিণী,
হাসত ভাসত নাচত বামা ।
কুলবালা বাহুবলে, প্রবল দনুজদলে,
ধরাতলে হতরিপুসমা
ভৈরব ভূত, প্রমথগণ ঘন রবে, রণজয়ী শ্যামা ।
করে করে ধরে তাল, ববম বম বাজে গাল,
ধাঁ ধাঁ ধাঁ গুড়গুড় বাজিছে দামামা
ভবভয়ভঞ্জন হেতু কবিরঞ্জন,
মুঞ্চতি করম সুনামা ।
তব গুণ শ্রবণে, সতত মম মনে,
ঘোর ভবে পুনরপি গমনবিরামা


সূত্র: