বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৬৮। 
কালী-কীর্তন
ঝিঁঝিট - জলদতেতালা

আরে ওই আইল কে রে ঘনবরণী ।
কে রে নবীনা নগনা, লাজবিরহিতা,
ভুবন-মোহিতা, একী অনুচিতা,
কুলের কামিনী ।
কুঞ্জরবরগতি আসবে আবেশ,
ললিতবসনা গলিত কেশ,
সুরনরে শঙ্কা করে হেরি বেশ,
হুংকাররবে রে দনুজদলনী
কে রে নব-নীল-কমল-কলিকা বলি,
অঙ্গুলী দংশন করিছে অলি,
মুখচন্দ্রে চকোরগণ,
অধর অর্পণ করত পূর্ণ শশধর বলি ।
ভ্রমর চকোরেতে লাগিল বিবাদ,
এ কহে নীলকমল, ও কহে চাঁদ,
দোহা দোহে করতহি নাদ,
চিচিকি গুনগুন করিয়ে ধ্বনি
কে রে জঘন সুচারু, কদলীতরুনিন্দিত,
রুধির অধির বহিছে,
তদূর্ধ্বে কটিবেড়া, নরকরছড়া,
কিঙিকণি সহ শোভা করিছে ।
করতল স্থল, নিরমল অতিশয়,
বামে অসিমুণ্ড, দক্ষিণে বরাভয়,
খণ্ড খণ্ড করে রথ গজ হয়,
জয় জয় ডাকিছে সঙ্গিণী
কে রে ঊর্ধ্বতর ভূধর, হেরি হেরি পয়োধর
করি কুম্ভভয়ে বিদরে ; অপরূপ কী এ আর,
চণ্ডমুণ্ডহার, সুন্দরী সুন্দর পরে ।
প্রফুল্ল বদনে রদন-ঝলকে,
মৃদুহাস্য প্রকাশ্য দামিনী নলকে,
রবি অনল শশী ত্রিনয়নপলকে,
দম্ভে কম্পে সঘনে ধরণি


সূত্র: