বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৬৯। কালী-কীর্তন
খাম্বাজ - তিওটকে হর-হৃদি বিহরে ।
তনু রুচির, সজল-ঘন-নিন্দিত,
চরণে উদিত বিধু নখরে ॥
নীলকমলদল, শ্রীমুখমণ্ডল,
শ্রমজল শোভে শরীরে ।
মরকত মুকুরে, মঞ্জু মুকুতাফল,
রচিত কীবা শোভা মরি মরি রে ॥
গলিত চিকুরঘটা, নবজলধরছটা,
ঝাঁপল দশ দিশি তিমিরে ॥
গুরুতর পদভর, কমঠ ভুজগবর,
কাতর মূর্ছিত মহী রে ॥
ঘোর বিষয়ে মজি, কালীপদ না ভজি,
সুধা ত্যজিয়া বিষপান করি রে,
ভণে শ্রীকবিরঞ্জন, দৈব বিড়ম্বন,
বিফলে মানব দেহ ধরি ॥
সূত্র: