বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৭। কালী-কীর্তন
আমি এত দোষী কিসে ।
ওই যে প্রতিদিন হয় দিন যাওয়া ভার,
সারাদিন মা কাঁদি বসে ॥
মনে করি গৃহ ছাড়ি, থাকব না আর এমন দেশে ।
তাতে কুলালচক্র ভ্রমাইল,
চিন্তারাম চাপরাশি এসে ॥
মনে করি গৃহ ছাড়ি, নামসাধনা করি বসে ।
কিন্তু এমন কল করেছ কালী,
বেঁধে রাখে মায়াপাশে ॥
কালীর পদে মনের খেদে,
দীন রামপ্রসাদে ভাষে ।
আমার সেই যে কালী, মনের কালী
হলেম কালী তার বিষয়বশে ॥
সূত্র: