বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৭২। 
কালী-কীর্তন
ঝিঁঝিট - আড়া

সমর করে ও কে রমণী ।
কুলবালা ত্রিভুবনমোহিনী
ললাট-নয়ন বৈশ্বানর, বামা বিধু
বামেতর তরণি ।
মরকত মুকুর, বিমল মুখমণ্ডল,
নূতন জলধর-বরণী
শবশিবশিরে, মন্দাকিনী রাজত,
ঢলঢল উজ্জ্বল ধরণি ।
ঊরোপরি যুগপদ, রাজিত কোকনদ,
সুচারু নখরনিকর, সুধাধামিনী
কলয়তি কবিরঞ্জন, করুণাময়ী করুণাং
কুরু, হর-মোহিনী ।
গিরিবর-কন্যে, নিখিল শরণ্যে,
মম জীবনধন জননি


সূত্র: