বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৭৪। 
কালী-কীর্তন
বিভাস - তিওট

নব-নীল-নীরদ-তনু-রুচি কে ?
ওই মনোমোহিনী রে
তিমির শশধর, বাল দিনকর, সমান চরণে প্রকাশ
কোটি চন্দ্র ঝলকত, শ্রীমুখমণ্ডল নিন্দি,
সুধামৃত ভাষ
অবতংস সে শ্রবণে, কিশোর বিধি অরি
গলিত কুন্দলপাশ ।
গলে সুন্দর বরণ, সুহার লম্বিত,
সতত সঘনে নিবাস
বামার বামকর পর, খড়্গ নরশির,
সব্যে পূর্ণাভিলাষ ।
শশি-শকল ভালে, বিরাজে মহাকালে,
ঘোর ঘন ঘন হাস
ভণে শ্রীকবিরঞ্জনে, বাঞ্ছা করেছি মনে,
করুণাবলোকনে, কলুষচয় করো নাশ ।
তব নাম বদলে, যে প্রকাশে সে জনে,
প্রভবে এ কথা আভাস


সূত্র: