বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৭৫। 
কালী-কীর্তন
বিভাস - ঢিমেতেতালা

শ্যামা বামা কে বিরাজে ভবে ।
বিপরীতক্রীড়া, ব্রীড়াগতা শবে
গদগদ রসে ভাসে, বদন ঢুলায়ে হাসে,
অতনু সতনু জনু অনুভবে ।
রবিসুতা মন্দাকিনী, মধ্যে সরস্বতী মানি,
ত্রিবেণী সঙ্গমে মহাপুণ্য লভে
তরুণ শশাঙ্ক মিলে, ইন্দিবর চাঁদ গিলে,
অনলে অনল মিলে, অনলনিভে ।
কলয়তি প্রসাদ কবি, ব্রহ্ম ব্রহ্মময়ী ছবি,
নিরখিলে পাপতাপ, কোথায় রবে


সূত্র: