বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৭৭। 
কালী-কীর্তন
খাম্বাজ - ঢিমাতেতালা

বামা ও কে এলোকেশে ।
সঙ্গিনী রঙ্গিনী ভৈরবী যোগিনী,
রণে প্রবেশে অতি দ্বেষে
কী সুখে হাসিছে, লাজ নাহি বাসিছে,
নাচিছে মহেশ উরসে ।
ঘোর রণে মগনা, হয়েছে নগনা,
পিবতি সুধা কী আবেশে
ঢলিয়া ঢলিয়া যাইছে চলিয়া,
ধরোরে বলিয়া, ঘন হাসে ।
কাহার নারীরে চিনিতে নারি রে,
মোহিত করেছে ছিন্ন বেশে ।
কারে আর ভজোরে, ও পদে মজোরে,
রূপে আলো করিছে দিগদশে ।
কী করি রণেরে, হয়েছে মনেরে,
প্রসাদ ভণেরে চলো কৈলাসে


সূত্র: