বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৭৮। 
কালী-কীর্তন
খাম্বাজ - ঢিমাতেতালা

ও কে ইন্দিবরনিন্দি-কান্তি, বিগলিত বেশ ।
বসনবিহীনা কে রে সমরে
মদন-মথন-উরসি রূপসি, হাসি হাসি বামা বিহরে,
প্রলয়কালীন জলদ গর্জে, তিষ্ঠো তিষ্ঠো সতত তর্জে
জনমনোহরা শমন-সদরা গর্ব খর্ব করে ।
শস্ত্রে শস্ত্রে প্রথম দীক্ষা, প্রথম বয়স বিপুল শিক্ষা,
ক্রুদ্ধ নয়নে, নিরখে যে জনে, গমন শমননগরে ।
কলয়তি প্রসাদ হে জগদম্বে,
সমরে নিপাতো রিপু-কদম্বে,
সম্বরো বেশ, কুরু কৃপালেশ, রক্ষো বিবুধনিকরে


সূত্র: