বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৭৯। কালী-কীর্তন
খাম্বাজ - ঢিমাতেতালাঢলঢল জলদবরণী এ কার রমণী রে ।
নিরখো হে ভূপ, ঈশ শবরূপ,
উরসি রাজে চরণ ॥
নখরাজি উজ্জ্বল, চন্দ্র নিরমল ।
সতত ঝলকে কিরণ ।
এ কী চতুরানন হরি, কলয়তি শংকরী,
সম্বরণ করো রণ ॥
মগনা রণমদে, সচলা ধরাপদে,
চরণে অচলচালন ।
ফণিরাজ কম্পিত, সতত ত্রাসিত,
প্রলয়ের এই কি কারণ ॥
প্রসাদ দাসে ভাষে, ত্রাহি নিজ দাসে,
চিত্ত মে মত্ত বারণ ॥
সদা বিষয়াসব পানে, ভ্রমিছে বিজ্ঞানে,
কদাচ না মানে বারণ ॥
সূত্র: