বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৮। কালী-কীর্তন
পিলুবাহার - যৎভবের আসা, খেলব পাশা,
বড়োই আশা মনে ছিল ।
মিছে আসা ভাঙা দশা, প্রথমে পাঁজুরি পল ॥
প-বারো আঠারো ষোলো যুগে যুগে এলেম ভালো ।
শেষে কচ্চে-বারো পেয়ে মাগো
পাঁজা-ছক্কায় বদ্ধ হল ॥
ছ-দুই আট, ছ-চার দশ,
কেহ নয় মা আমার বশ ।
আমার খেলাতে না হল যশ,
এবার বাজি ভোর হইল ॥
সূত্র: