বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৮০। 
কালী-কীর্তন
ললিত - তিওট

শংকর পদতলে, মগনা রিপুদলে,
বিগলিত কুন্তলজাল ।
বিমল বিধুরব, শ্রীমুখ সুন্দর,
তনুরুচিবিজিত, তরুন তমাল
যোগিনী সকল, ভৈরবী সমরে,
করে করে ধরে তাল ।
ক্রুদ্ধা মানস, ঊর্ধ্বে শোণিত,
পিবতি নয়ন বিশাল
নিগম সারিগম, গণ গণ গণ,
মবরব যন্ত্র মণ্ডণ ভাল ।
তা তা থেই, দ্রিমকি দ্রিমকি,
ধা ধা ডম্ফ বাদ্য রসাল
প্রসাদ কলয়তি, হে শ্যামা সুন্দরি,
রক্ষো মম পরকাল ।
দীন হীন প্রতি, কুরু কৃপালেশ,
বারয় কাল-করাল


সূত্র: