বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৮১। কালী-কীর্তন
ছায়ানট - খয়রাসমরে কে রে কালকামিনী ।
কাদম্বিনী বিড়ম্বিনী, অপরা কুসুমাপরাজিতাবরণী,
কে রণে রমণী ।
সুধাংশুসুধা কী শ্রমজবিন্দু,
শ্রীমুখ না একী শারদ ইন্দু, কমল-বন্ধু, বহ্নি,
সিন্ধুতনয় এ তিন নয়নী ॥
আ মরি আ মরি মন্দ মন্দ হাস, লোকপ্রকাশ,
আশুতোষবাসিনী ।
ফণি-ফণাভরণ জিনি, গণি দন্ত কুন্দশ্রেনি ॥
কেশাগ্র ধরণিপরে বিরাজ,
অপরূপ শব শ্রবণে সাজ, না করে লাজ,
কেমন কাজ, মম সমাজে তরুণী ॥
আ মরি আ মরি চণ্ডমুণ্ডমাল,
করে কপাল, একী বিশাল,
ভাল ভাল কালদণ্ডধারিণী ।
ক্ষীণ কটিপর, নৃকরনিকর ; আবৃত কত কিঙ্কিণি ॥
সর্বাঙ্গ শোভিত শোণিতবৃন্তে,
কিংশুক ইব ঋতু বসন্তে ।
চরণোপান্তে মনদুরন্তে, রাখো কৃতান্তদলনী ॥
আ মরি আ মরি সঙ্গিনী সকল,
ভাবে ঢলঢল, হাসে খলখল, টলটল ধরণি,
ভয়ংকর কীবা, ডাকিতেছে শিবা,
শিব-উরে শিবা আপনি ॥
প্রলয়কারিণী করে প্রমাদ,
পরিহরো ভূপ বৃথা বিবাদ ।
কহিছে প্রসাদ, দেহো মা প্রসাদ,
প্রসাদবিষাদনাশিনী ॥
সূত্র: