বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৮৫। কালী-কীর্তন
ঝিঁঝিট - একতালাকে মোহিনী ভালে বাল শশী,
পরম রূপসি বিহরে সমরে বামা, বিগলিত কেশী ।
তনু তনু অমানিশা, দিগম্বরী বালা কৃশা,
সব্যে বরাভয়, বাম করে মুণ্ড-অসি ॥
মরি কীবা অপরূপ, নিরখো দনুজ ভূপ,
সুরী কি অসুরী কি পন্নগী কি মানুষী ।
জয়ী হব যার বলে, সেই প্রভু শব ছলে,
পদে মহাকাল, কালরূপ হেন বাসি ॥
নানারূপ মায়া ধরে, কটাক্ষে মানস হরে,
ক্ষণে বপু বিরাট বিকট মুখে হাসি ।
ক্ষণে ধরাতলে ছুটে, ক্ষণেকে আকাশে উঠে,
গিলে রথ-রথী গজ-বাজি রাশি রাশি ॥
ভণে রামপ্রসাদ সার, না জান মহিমা মার,
চৈতন্যরূপিণী নিত্যব্রহ্মময়ী মহেশী ।
যেই শ্যাম সেই শ্যামা, অকার আকারে বামা,
আকার করিয়া লোপ, অসি ভাব বাঁশি ॥
সূত্র: