বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৮৬। 
কালী-কীর্তন
বেহাগ - তিওট

শ্যামা বামা গুণধামা কালান্তক-উরসি ।
বিহরে বামা স্মরহরে ।
সুরী কি অসুরী, কি নাগী কি পন্নগী, কি মানুষী
নাশে মুকুতাফল বিলোর, পূর্নচন্দ্র কোলে চকোর
সতত দোলত থোর থোর, মন্দ মন্দ হাসি ।
একী করে ক'রে করী ধরে রণে পশি,
তনুক্ষীণা সুনবীনা বস্ত্রহীনা ষোড়শী
নীল-কমল-দল-জিতাস্য, তড়িতজড়িত মধুর হাস্য,
লজ্জিতা কুচকলি অপ্রকাশ্য, ভালে শিশু শশী ।
কত ছলা কত কলা, এ প্রবলা চিত্তে বাসি,
রামা নব্যা ভব্যা অব্যাহতগামিণী রূপসী
দিতিসুতচয়, সমরপ্রচণ্ড, সলিলে প্রবেশি ।
এটা কেটা চিত্তে যেটা, হরে সেটা দুঃখরাশি,
মম সর্ব গর্ব খর্ব করে, একী সর্বনাশী
কলয়তি রামপ্রসাদ দাস, ঘোর তিমিরপুঞ্জ নাশো,
হৃদয়কমলে সতত বাসো, শ্যামা দীর্ঘকেশী ।
ইহকালে পরকালে, জয়ী-কালে,
তুচ্ছবাসি কথা, নিতান্ত, কৃতান্ত শান্ত,
শ্রীকান্ত প্রবেশি


সূত্র: