বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৮৭। 
কালী-কীর্তন
ললিত - তিওট

কুলবালা উলঙ্গ, ত্রিভঙ্গ কী রঙ্গ, তরুণ বয়েস ।
দনুজদলনা, ললনা, সমরে শবে, বিগলিত কেশ
ঘন ঘোর নিনাদিনী, সমরে বিবাদিনী,
মদনোন্মাদিনী-বেশ ।
ভূত পিশাচ প্রমথ সঙ্গে ভৈরবগণ নাচত রঙ্গে,
সঙ্গিনী বড়ো রঙ্গিণী, নগনাসমানবেশ
গজ রথ রথী করত গ্রাস,
সুরাসুর নর-হৃদয়-ত্রাস,
দ্রুত চলত ঢলত রসে গরগর, নরকর, কটিদেশ ।
কহিছে প্রসাদ ভুবনপালিকে,
করুণাং কুরু জননি কালীকে,
ভবপারাবার তরাবার ভার, হরবধু হরো ক্লেশ


সূত্র: