বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৯২। 
কালী-কীর্তন
 

তারা ! আর কী ক্ষতি হবে ।
হ্যাদে গো জননি শিবে
তুমি লবে লবে বড়োই লবে প্রাণকে আমার লবে
থাকে থাক যায় যাক এ প্রাণ যায় যাবে ।
যদি অভয়পদে মন থাকে তো
কাজ কী আমার ভবে
বাড়ায়ে তরঙ্গ রঙ্গ আর কী দেখাও শিবে ।
একি পেয়েছো আনাড়ি দাঁড়ি তুফানে ডরাবে
আপনি যদি আপন তরি ডুবাই ভবার্ণবে ।
আমি ডুব দিয়ে জল খাব তবু অভয়-পদে ডুবে
গিয়েছি না যেতে আছি আর কি পাবে ভবে ।
আছি কাঠের মুরদ খাড়া মাত্র গণনাতে সবে
প্রসাদ বলে, আমি গেলে তুমিই তো মা রবে ।
তখন আমি ভালো কি তুমি ভালো, তুমিই বিচারিবে


সূত্র: