বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৯৩। কালী-কীর্তন
মুলতান - একতালামায়ের নাম লইতে অলস হইও না,
রসনা ! যা হবার তাই হবে ।
দুঃখ পেয়েছ (আমার মনরে) না আরো পাবে
ঐহিকের সুখ হল না বলে,
কি ঢেউ দেখে নাউ ডুবাবে ॥
রেখো, রেখো সে নাম সদা সযতনে,
নিয়ো রে, নিয়ো রে নাম শয়নে স্বপনে ।
সচেতনে থেকো (মন রে আমার),
কালী বলে ডেকো, এ দেহ ত্যজিবে যবে ॥
সূত্র: