বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৯৪। কালী-কীর্তন
ভালো নাই মোর কোনো কালে ।
ভালোই যদি থাকবে আমার,
মন কেন কুপথে চলে ॥
হ্যাদে গো মা দশভুজা ।
আমার ভবে তনু হইল বোঝা,
আমি না করিলাম তোমার পূজা,
জবা বিল্ব গঙ্গাজলে ॥
এ ভব-সংসারে আসি, না করিলাম গয়া কাশী,
যখন শমনে ধরিবে আসি,
ডাকব কালী কালী বলে ॥
দ্বিজ রামপ্রসাদ বলে, তৃণ হয়ে ভাসি জলে,
আমি ডাকি ধরো ধরো বলে, কে ধরে তুলিবে কূলে ॥
সূত্র: