বিষয়: রামপ্রসাদের গান গান: ১৯৫। কালী-কীর্তন জংলা - একতালা মা, তোমারে বারে বারে, জানাবো আর দুঃখ কত । ভাসিতেছি দুঃখনীরে, স্রোতের শেহলার মতো ॥ দ্বিজ রামপ্রসাদে বলে, মা বুঝি নিদয়া হলে । দাঁড়াও একবার দ্বিজমন্দিরে, দেখে যাই জনমের মতো ॥
বিষয়: রামপ্রসাদের গান গান: ১৯৫। কালী-কীর্তন জংলা - একতালা
মা, তোমারে বারে বারে, জানাবো আর দুঃখ কত । ভাসিতেছি দুঃখনীরে, স্রোতের শেহলার মতো ॥ দ্বিজ রামপ্রসাদে বলে, মা বুঝি নিদয়া হলে । দাঁড়াও একবার দ্বিজমন্দিরে, দেখে যাই জনমের মতো ॥
সূত্র: