বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৯৬। কালী-কীর্তন
খটভৈরবী - পোস্তাজানিগো জানিগো তারা তোমার যেমন করুণা ।
কেহ দিনান্তরে পায় না খেতে,
কারু পেটে ভাত গেঁটে সোনা ।
কেহ যায় মা পালকি চড়ে, কেহ তারে কাঁধে করে,
কেহ উড়ায় শাল - দুশালা,
কেহ পায় না ছেঁড়া টেনা ॥
সূত্র: