বিষয়: রামপ্রসাদের গান গান: ১৯৮। কালী-কীর্তন জংলা - একতালা জয় কালী জয় কালী বলে, জেগে থাকোরে মন । তুমি ঘুম যেয়ো নারে ভোলা, মন ঘুমেতে হারাবে ধন ॥ নবদ্বার ঘরে, সুখে শয্যা করে, হইবে যখন অচেতন । তখন আসিবে নিন্দ, চোরে দিবে সিদঁ, হরে লবে সব রতন ॥
বিষয়: রামপ্রসাদের গান গান: ১৯৮। কালী-কীর্তন জংলা - একতালা
জয় কালী জয় কালী বলে, জেগে থাকোরে মন । তুমি ঘুম যেয়ো নারে ভোলা, মন ঘুমেতে হারাবে ধন ॥ নবদ্বার ঘরে, সুখে শয্যা করে, হইবে যখন অচেতন । তখন আসিবে নিন্দ, চোরে দিবে সিদঁ, হরে লবে সব রতন ॥
সূত্র: