বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৯৯। কালী-কীর্তন
ভৈরবী - একতালাশ্রীদুর্গানাম ভুলো না ।
ভুলো না, ভুলো না, ভুলো না ॥
শ্রীদুর্গা স্মরণে, সমুদ্র মন্থনে,
বিষপানে, বিশ্বনাথ মল না ॥
যদ্যপি কখনো বিপদ ঘটে,
শ্রীদুর্গা স্মরণ কোরোগো সংকটে ।
তারায় দিয়ে ভার, সুরথ রাজার,
লক্ষ অসিঘাতে প্রাণ গেল না ॥
বিভু নামে এক রাজার ছেলে,
যাত্রা করেছিল শ্রীদুর্গা বলে,
আসিবার কালে, সমুদ্রের জলে,
ডুবেছিল, তাতে (তার) মরণ হল না ॥
সূত্র: