বিষয়: রামপ্রসাদের গান
গান: ২০। কালী-কীর্তন
বিভাস - ঝাপতালতাই বলি মন জেগে থাকো,
পাছে আছে রে কাল-চোর ।
কালী নামের অসি ধরো, তারা নামের ঢাল,
ওরে সাধ্য কী শমনে তোরে করতে পারে জোর
কালী নামে নহবত বাজে করি মহাসোর ।
ওরে শ্রীদুর্গা বলিয়া রে রজনি করো ভোর ॥
কালী যদি না তরাবে, কলি মহাঘোর ।
কত মহাপাপী তরে গেল,
রামপ্রসাদ কি চোর ?
সূত্র: