বিষয়: রামপ্রসাদের গান
গান: ২০২। 
কালী-কীর্তন
ললিত - তিওট

ও কার রমণী সমরে নাচিছে ।
দিগম্বরী দিগম্বরোপরি শোভিছে
তনু নব ধারা-ধর, রুধির-ধারানিকর,
কালিন্দীর জলে কিংশুক ভাসিছে
বদন বিমল শশী, কত সুধা ক্ষরে হাসি,
কালোরূপে তমোরাশি রাশি নাশিছে ।
কহে কবি রামপ্রসাদে, কালিকা-কমলপদে,
মুক্তিপদ হেতু যোগী-হৃদে ভাসিছে


সূত্র: