বিষয়: রামপ্রসাদের গান
গান: ২০৩। কালী-কীর্তন
জংলা - একতালাওরে, তারা বলে কেন না ডাকিলাম ।
(আমার) এ তনু-তরণি ভব-সাগরে ডুবালাম ॥
এ ভবতরঙ্গে তরি বাণিজ্যে আনিলাম ।
(তাতে) ত্যজিয়া অমূল্য নিধি পাপে পুরাইলাম ।
বিষম তরঙ্গ মাঝে চেয়ে না দেখিলাম ।
মন-ডোরে ও চরণ হেলে না বাঁধিলাম ॥
প্রসাদ বলে মাগো আমি কী কার্য করিলাম ।
(আমার) তুফানে ডুবিল তরি আপনি মজিলাম ॥
সূত্র: