বিষয়: রামপ্রসাদের গান
গান: ২০৪। 
কালী-কীর্তন
 

মন যদি মোর ভিয়ান করিস ।
ওরে কালীনাম কাশীর চিনি,
বদন-খোলাতে ঢালিস
বর্ণমালা উড়কি করে, ক্রমে ক্রমে তাতে রাখিস ।
আর আলস্য ত্যজিয়া সদা রসনা-তাড়ুতে নারিস ।
ভ্রুমধ্যে দ্বিদল-চক্রে চন্দ্রবীজের সুধা রাখিস ।
সেই সুধাপানে অমর হয়ে অমর নগরে বসিস


সূত্র: