বিষয়: রামপ্রসাদের গান
গান: ২০৬। 
কালী-কীর্তন
 

জগদম্বার কোটাল, বড়ো ঘোর নিশায় বেরুল,
জগদম্বার কোটাল !
জয় জয় ডাকে কালী, ঘন ঘন করতালি,
বব বম বাজাইয়া গাল
ভক্তে ভয়  দেখাবারে, চতুষ্পথ শূন্যাগারে
ভ্রমে ভূত ভৈরব বেতাল ।
অর্ধচন্দ্র শিরে ধরে, ভীষণ ত্রিশূল করে,
আপাদলম্বিত জটা-জাল
শমন সমান দর্প, প্রথমেতে জলে সর্প,
পরে ব্যাঘ্র ভল্লুক বিশাল ।
ভয় পায় ভূতে মারে, আসনে তিষ্ঠিতে নারে,
সম্মুখে ঘুরায় চক্ষু লাল
যে জন সাধক বটে, তার কী আপদ ঘটে,
তুষ্ট হয়ে বলে ভালো ভালো ।
মন্ত্রসিদ্ধ বটে তোর, করালবদনী জোর,
তুই জয়ী ইহ-পরকাল
কবি রামপ্রসাদ দাসে, আনন্দ সাগরে ভাসে,
সাধকের কী আছে জঞ্জাল ।
বিভীষিকা সে কি মানে, বসে থাকে বীরাসনে,
কালীর চরণ করে ঢাল


সূত্র: