বিষয়: রামপ্রসাদের গান
গান: ২০৮। 
কালী-কীর্তন
মুলতানি - একতাল

নিতান্ত যাবে দিন, এ দিন যাবে,
কেবল ঘোষণা রবে গো ।
তারা নামে অসংখ্য কলঙ্ক হবে গো ।
এসেছিলাম ভবের হাটে, হাট করে বসেছি ঘাটে,
ওমা শ্রীসূর্য বসিল পাটে, নায়ে লবে গো
দশের ভরা ভরে নায়, দুঃখী জনে ফেলে যায়,
ওমা তার ঠাঁই যে কড়ি চায়,
সে কোথা পাবে গো
প্রসাদ বলে পাষাণ মেয়ে,
আসন দে মা ফিরে চেয়ে,
আমি ভাসান দিলাম গুণ গেয়ে, ভবার্ণবে গো


সূত্র: