বিষয়: রামপ্রসাদের গান
গান: ২১১। 
কালী-কীর্তন
 

কে রে কুঞ্জর-গামিনী, তনু-সৌদামনী,
প্রথম বয়স রঙ্গিণী ।
যৌবন-সম্পদ, ভাবে গদগদ,
সমান সঙ্গে সঙ্গিনী
কে রে নির্মল বর্ণাভা, ভূজগ-মণি-ভূষণ-শোভা
হরে, ভূষণে কীবা কাজ ।
পূর্ণচন্দ্র-কোলে, খদ্যোত যেমন জ্বলে,
নাহি বাসে লাজ
ভণে রামপ্রসাদ কবি, নিরখি সুন্দরী ছবি,
মোহিব দেব মহেশ ।
ভুলে কামরিপু, জরোজরো বপু,
সে রূপের কী কবো বিশেষ


সূত্র: