বিষয়: রামপ্রসাদের গান
গান: ২১২। 
কালী-কীর্তন
 

মন রে আমার ভোলা মামা ।
ও তুই জানিস না রে খরচ জমা
যখন ভবে জমা হলি, তখন হইতে খরচ গেলি ।
ওরে, জমা খরচ ঠিক করিয়ে,
বাদ দিয়ে তিন শূন্য নামা
বাদে হইলে অঙ্ক বাকি,
তবে হবে তহবিল বাকি ।
তহবিল বাকি বড়ো ফাঁকি,
হবে না তোর লেখার সীমা
দ্বিজ রামপ্রসাদ বলে,
কীসের খরচ কাহার জমা ।
ওরে অন্তরেতে ভাবো বসি,
কালী তারা উমা শ্যামা


সূত্র: