বিষয়: রামপ্রসাদের গান
গান: ২১৪। কালী-কীর্তন
আমার মনে বাসনা জননি ।
ভাবি ব্রহ্মরন্ধ্রে সহস্রারে,
হ, ল, ক্ষ, ব্রহ্মরূপিণী ॥
মূলে পৃথ্বী ব, স, অন্তে,
চারি পত্রে মায়া ডাকিনী ।
সার্ধ ত্রিবলয়াকারে, শিবে ঘেরে কুণ্ডলিনী ।
স্বাধিষ্ঠানে, ব, ল, অন্তে,
ষড় দলোপরবাসিনী ।
ত্রিবেণী বরুণ, বিষ্ণু, শিব, ভৈরবী ডাকিনী,
ত্রিকোণ মণিপুরে, বহ্নিবীজধারিণী ।
ড, ফ, অন্তে দিগদলে,
শিব ভৈরবী ডাকিনী ॥
অনাহতে ষট কোণে, দ্বিষড়দলবাসিনী ।
ক, ঠ, অন্তে বায়ু বীজ, শিব ভৈরবী কাকিনী ॥
বিশুদ্ধাখ্য স্বরবর্ণ, ষোড়শদলপদ্মিনী ।
নাগোপরি বিষ্ণু-আসন, শিব শংকরী সাকিনী ॥
ভ্রু মধ্যে দ্বিদলে মন, শিব লিঙ্গ চক্রযোনী ।
চন্দ্র বীজে সুধাক্ষরে, হ, ক্ষ, বর্ণে হাকিনী ॥
সূত্র: