বিষয়: রামপ্রসাদের গান
গান: ২১৮। 
কালী-কীর্তন
 

ওহে নূতন নেয়ে ! ভাঙা নৌকা চল বেয়ে
দূকুল রইল দূর, ঘন ঘন হানিছে চিকুর,
কেমন কেমন করয়ে দেয়া,
মাঝ যমুনায় ভাসে খেয়া,
শুনো ওহে গুণনিধি, নট হোক ছানা দধি,
কিন্তু মনে করি এই খেদ ।
কাণ্ডারী যাহার হরি, যদি ডুবে সেই তরি,
মিছা তবে হইবে হে বেদ
যমুনা গভীরা ভাঙা তরি, অবলা বালা কৃশোদরী,
প্রাণরক্ষার তুমি মাত্র মূল ।
অবসান হল বেলা, একী পাতিয়াছ খেলা,
ঝটিৎ পারে চল, প্রাণ নিতান্ত আকুল
কহিছে প্রসাদ দাস, রসরাজ কীবা হাস,
কূলবধূর মনে বড়ো ভয় ।


সূত্র: