বিষয়: রামপ্রসাদের গান
গান: ২১৯। কালী-কীর্তন
প্রথম বয়স রাই রসরঙ্গিণী,
ঝলমল তনুরুচি স্থির সৌদামিনী ।
রাইবদন চেয়ে ললিতা বলে,
রাই আমার মোহনমোহিনী ॥
রাই যে পথে প্রয়াণ করে, মদন পলায় ডরে ॥
কুটিল কটাক্ষশরে, জিনিল কুসুমশরে ॥
কীবা চাঁচর সুন্দর কেশ ।
সখী বকুলে বানাইল বেশ ॥
তার গন্ধে অলিকুল, হইয়া আকুল,
কেশে করিছে প্রবেশ ॥
নব ভানু ভালেতে নিবাস,
মুখ-পদ্ম করেছে প্রকাশ ।
উরে কলিকা যে আছে,
কী জানি ফুটে পাছে, সখীর হৃদয়ে তরাস ॥
ভাবে পূর্ণচন্দ্র কোলে তার,
অপরূপ শোভা হল আর ।
একী শ্রীবদন ছবি উপরেতে চাঁদ রবি,
সদন মদন রাজার ।
অলকা কোলে মতিহার,
কীবা বিচিত্র ভাব বিধাতার ।
যেন রাহুর মুখমাজে, বসনরাজি রাজে,
চাঁদেরে করেছে আহার ॥
আঁখি লোল অনুমানি এই
চাঁদে হরিণ শিশু আছে যেই ।
তনু সুধায় লুকায়েছে, ব্যাধে বধে পাছে,
দিগ নিহারই সেই ॥
চারু অপাঙ্গ কাম কামান,
নাসাতিলক শর খরসান ।
সেই শ্যামসুন্দর মানস মৃগবর,
ভাবে বুঝি করিছে সন্ধান ॥
সূত্র: