বিষয়: রামপ্রসাদের গান
গান: ২২০। 
কালী-কীর্তন
 

দরদরদর ঝরত লোর,
চরচরচর তনু বিভোর,
কবহুঁ কবহুঁ করত কোর, থোর থোর দোলনা ।
রানি বদন হেরি হেরি, হসিত বদন বেরি বেরি,
চোরি চোরি থোরি থোরি মন্দ মন্দ বোলনা
ঝুনুর ঝুনুর ঘুঙুর নাদ, কিঙ্কিণি রব উভয় বাদ,
পদতল স্থলকমল নিন্দি, নখ হিমকর-গঞ্জনা ।
কলিত ললিত মুকুতাহার,
মেরু বিকচ হিমকরাকর,
বিবুধ তটিনী বিশদ নীর, ছলে তনুরঞ্জনা
কষিত কনক বিমল কান্তি,
মনহি তাপ করত শান্তি,
তনু-তিরপিত নয়ন-সুখ, কল্মষনিকর ভঞ্জনা ।
ক্ষীণ দীন প্রসাদ দাস, সতত কাতর করুণাভাষ,
বারয় রবি-তনয়-শঙ্কা, মদন-মথন অঙ্গনা


সূত্র: