বিষয়: রামপ্রসাদের গান
গান: ২২২। 
কালী-কীর্তন
 

অন্নপূর্ণার ধন্য কাশী ।
শিব ধন্য কাশী ধন্য, ধন্য ধন্য গো আনন্দময়ী
ভাগীরথী বিরাজিত হয়ে অর্ধচন্দ্রাকৃতি ।
উত্তরবাহিনী গঙ্গা, জল চলেছে দিবানিশি ।
শিবের ত্রিশূলে কাশী, বেষ্টিত বরুণা অসি ।
তন্মধ্যে মরিলে জীব, শিবের শরীরে মিশি
কী মহিমা অন্নপূর্ণার, কেউ থাকে না উপবাসী
ওমা রামপ্রসাদ অভুক্ত,
তোমার চরণ-ধুলার অভিলাষী


সূত্র: