বিষয়: রামপ্রসাদের গান
গান: ২২৩। 
কালী-কীর্তন
 

হর ফিরে মাতিয়া, শংকর ফিরে মাতিয়া
শিঙা করিছে ভভ ভমভম,
ভোঁ ভোঁ ভোঁ বমম বমম,
বব বম বব বম গাল বাজিয়া
মগন হইয়া প্রমথনাথ,
ঘটক ডমরু লইয়া হাত,
কোটি কোটি কোটি দানব সাথ,
শ্মশানে ফিরিছে গাইয়া ।
কটিতটে কীবা বাঘের ছাল,
গলায় দোলিছে হাড়ের মাল,
নাগ যজ্ঞোপবীত ভাল, গরজে গরব মানিয়া
শশধর কলা ভালে শোভে,
নয়ন চকোর অমিয় লোভে
স্থির গতি অতি মনের ক্ষোভে,
কেমনে পাইবো ভাবিয়া ।
আধো চাঁদ কীবা করে চিকিমিকি,
নয়নে অনল ধিকিধিকিধিকি,
প্রজ্জ্বলিত হয় থাকি থাকি থাকি,
দেখে রিপু যায় ভাগিয়া
বিভূতিভূষণ মোহন বেশ,
তরুণ অরুণ অধরদেশ,
শব আভরণ গলায় শেষ,
দেবের দেব যোগিয়া ।
বৃষভ চলিছে খিমিকি খিমিকি,
বজয়ে ডমুর ডিমিকি ডিমিকি,
ধরত ভাল দ্রিমকি দ্রিমকি, হরিগুণে হর নাচিয়া
বদন-ইন্দু ঢলঢলঢল, শিরে দ্রবময়ী করে টলটল,
লহরি উঠিছে কলকলকল,
জটাজুট মাঝে থাকিয়া ।
প্রসাদ কহিছে এ ভব-ঘোর,
শিয়রে শমন করিছে জোর,
কাটিতে নারিনু করমডোর,
নিজগুণে লহো তারিয়া


সূত্র: