বিষয়: রামপ্রসাদের গান
গান: ২২৩। কালী-কীর্তন
হর ফিরে মাতিয়া, শংকর ফিরে মাতিয়া
শিঙা করিছে ভভ ভমভম,
ভোঁ ভোঁ ভোঁ বমম বমম,
বব বম বব বম গাল বাজিয়া ॥
মগন হইয়া প্রমথনাথ,
ঘটক ডমরু লইয়া হাত,
কোটি কোটি কোটি দানব সাথ,
শ্মশানে ফিরিছে গাইয়া ।
কটিতটে কীবা বাঘের ছাল,
গলায় দোলিছে হাড়ের মাল,
নাগ যজ্ঞোপবীত ভাল, গরজে গরব মানিয়া ॥
শশধর কলা ভালে শোভে,
নয়ন চকোর অমিয় লোভে
স্থির গতি অতি মনের ক্ষোভে,
কেমনে পাইবো ভাবিয়া ।
আধো চাঁদ কীবা করে চিকিমিকি,
নয়নে অনল ধিকিধিকিধিকি,
প্রজ্জ্বলিত হয় থাকি থাকি থাকি,
দেখে রিপু যায় ভাগিয়া ॥
বিভূতিভূষণ মোহন বেশ,
তরুণ অরুণ অধরদেশ,
শব আভরণ গলায় শেষ,
দেবের দেব যোগিয়া ।
বৃষভ চলিছে খিমিকি খিমিকি,
বজয়ে ডমুর ডিমিকি ডিমিকি,
ধরত ভাল দ্রিমকি দ্রিমকি, হরিগুণে হর নাচিয়া ॥
বদন-ইন্দু ঢলঢলঢল, শিরে দ্রবময়ী করে টলটল,
লহরি উঠিছে কলকলকল,
জটাজুট মাঝে থাকিয়া ।
প্রসাদ কহিছে এ ভব-ঘোর,
শিয়রে শমন করিছে জোর,
কাটিতে নারিনু করমডোর,
নিজগুণে লহো তারিয়া ॥
সূত্র: