বিষয়: রামপ্রসাদের গান
গান: ২২৬। 
কালী-কীর্তন
 

আমার উমা সামান্য মেয়ে নয় ।
গিরি তোমারই কুমারী - তা নয় তা নয় ।
স্বপ্নে যা দেখেছি গিরি, কহিতে মনে বাসি ভয় ।
ওহে কারো চতুর্মুখ, কারো পঞ্চমুখ
উমা তাঁদের মস্তকে রয়
রাজরাজেশ্বরী হয়ে, হাস্য বদনে কথা কয় ।
ওকে গরুড় বাহন, কালো বরন,
জোড় হাতেতে করে বিনয়
প্রসাদ ভণে মুনিগণে, যোগ ধ্যানে যাঁরে না পায়,
তুমি গিরি ধন্য, হেন কন্যা,
পেয়েছ কী পুণ্য উদয়


সূত্র: