বিষয়: রামপ্রসাদের গান
গান: ২২৭। 
কালী-কীর্তন
 

রত্নসিংহাসনে গৌরী,
নিকটে মেনকা গিরি,
অনিমেষে শ্রীঅঙ্গ নেহারে ।
রানি বলে পুণ্যতরুফল সেই,
মন্দিরে প্রকাশ এই,
দোঁহে ভাসে আনন্দ-সাগরে
প্রভাতে শ্রীঅঙ্গ নেহারই রানি
দলিত কদম্ব পুলকে তনু,
সুললিত লোচন সজল, হরল মুখে বাণী
ঘেরল অবল, সবহুঁ রমণী মুখমণ্ডল,
জয় জয় কিয়ে প্রতিবিম্ব অনুমানি ।
কাঞ্চন তরুবরে চন্দ্রকি মাল, বিলম্বিত ঝলমল,
কো বিধি দেয়ল আনি
হিমকর বদন, রদন মুকুতাবলি,
করতল কিশলয়, কোমল পাণি ।
রাজিত তঁহি কনক-মণি-ভূষণ,
দিনকরধাম চরণতলখানি
ভব কমলজ শুক নারদ মুনিবর যো মাই,
ধ্যান অগোচর জানি ।
দাস প্রসাদে বলে, সেই ব্রহ্মময়ী,
জগজনমন বিকচ কর তঁহি ভাণি


সূত্র: