বিষয়: রামপ্রসাদের গান
গান: ২২৯। 
কালী-কীর্তন
 

দয়াময়ী আইস আইস ঘরে ।
তোমার ও চাঁদবয়ান, নিরখিয়ে প্রাণ,
কেমন কেমন কেমন করে
দুটি আঁখির পুতলি গো আমার বাছা,
আমার হৃদয়ের সে প্রাণ,
প্রেমানন্দ সিন্ধু, তার পূর্ণ-ইন্দু,
মন গজেন্দ্র আমার,
এ মন তোমাতে রয়েছে বাঁধা,
ত্রিভুবনসারা পরা গো ধন্যা ।
কী পুণ্য করেছি, উদরে ধরেছি,
ত্রিগুণধারিণী কন্যা
যদি কন্যাভাবে দয়া গো,
তবে বাছা এই কথা রাখো মার ।
গিরিরাজার কুমারী, ভৈরবীর বেশ ছাড়ো,
ব্রহ্মচারিণীর আচার
কবি রামপ্রসাদ দাসে গো ভাষে জননি,
মা কত কাচোগো কাচ ।
মহেশ পিতা, তুমি মাতা, পিতার
প্রসবস্থলী মাতার, মহেশ-ঘরে আছ


সূত্র: