বিষয়: রামপ্রসাদের গান
গান: ২৩০। 
কালী-কীর্তন
 

জগদম্বারে যব পুরে বেণু, যব পুরে বেণু,
ধায় বৎস ধেনু, উঠে পদ-রেণু ।
রেণু ঢাকে ভানু, ভাবে ভোর তনু
গতি মত্ত মাতঙ্গ, দোলায়ত অঙ্গ ।
কী প্রেম-তরঙ্গ, সো মা কি রঙ্গ, নেহারে পতঙ্গ,
হত কোকিল-মান, সুমাধুরী তান, স্বরে হরে জ্ঞান
যোগী ত্যজে ধ্যান, ঝুরে মন প্রাণ ।
ক্ষণে মন্দ ভাষে, ক্ষণে মন্দ হাসে, চপলা প্রকাশে,
রামপ্রসাদ দাসে, প্রেমানন্দে ভাসে


সূত্র: