বিষয়: রামপ্রসাদের গান
গান: ২৩২। 
কালী-কীর্তন
 

‌হয় নয় অন্তরে গো রোয়ে ।
আপন অঙ্গ দেখো গো চেয়ে
প্রাণধন উমা আমার পূর্ণ সুধাকর ।
আমা সবাকার তনু নির্মল সরোবর
একচন্দ্র আভা শত সরোবরে লখি ।
তোমা করে নয়, সকল অঙ্গময়
বিরাজে যে যখন নিরখি
একমুখে কত কব উমার রূপ গুণ ।
উমার রূপে নানারূপ প্রসারে সংহারে পুনঃ
দাস প্রসাদে বলে, এই সার কথা বটে ।
পুষ্পে যেমন গন্ধ, তেমনই মা বিরাজে সর্ব ঘটে


সূত্র: