বিষয়: রামপ্রসাদের গান
গান: ২৩৪। কালী-কীর্তন
ওহে প্রাণনাথ গিরিবর হে,
ভয়ে তনু কাঁপিছে আমার ।
কী শুনি দারুণ কথা, দিবসে আঁধার ॥
বিছায়ে বাঘের ছাল, দ্বারে বসে মহাকাল,
বেরোও গণেশ-মাতা, ডাকে বার বার ।
তব দেহ হে পাষাণ, এ দেহে পাষাণ-প্রাণ,
এই হেতু এতক্ষণ না হল বিদার ॥
তনয়া পরের ধন, বুঝিয়া না বুঝে মন,
হায় হায় একী বিড়ম্বনা বিধাতার ।
প্রসাদের এই বাণী, হিমগিরি রাজরানি,
প্রভাতে চকোরী যেমন, নিরাশা সুধার ॥
সূত্র: