বিষয়: রামপ্রসাদের গান
গান: ২৩৭। 
কালী-কীর্তন
জংলা - একতালা

‌মন কী করো ভবে আসিয়ে ।
ওরে দিবে অবশেষে, অজপার শেষ,
ক্রমেতে নিঃশ্বাস যায় ফুরায়ে
হং-বর্ণ পূরকে হয়, সঃ-বর্ণ রেচকে বয় ।
অহর্নিশি করে জপ হংস হংস বলিয়ে
অজপা হইলে সাঙ্গ, কোথা তব রবে রঙ্গ,
সকলই হইলে ভঙ্গ, ভবানীরে না ভাবিয়ে ।
চলনে দ্বিগুণ ক্ষয়, ততোধিক নিদ্রায় হয়,
বিনয়ে রামপ্রসাদ কয়,
ততোধিক সঙ্গমসময়ে


সূত্র: