বিষয়: রামপ্রসাদের গান
গান: ২৪। কালী-কীর্তন
আমি কি দুখেরে ডরাই ।
ভবে দেও দুঃখ মা আর কত তাই ।
আগে পাছে দুখ চলে মা,
যদি কোনোখানেতে যাই ।
তখন দুখের বোঝা মাথায় নিয়ে,
দুখ দিয়ে মা বাজার মিলাই ॥
বিষের কৃমি বিষে থাকি মা,
বিষ খেয়ে প্রাণ রাখি সদাই ।
আমি এমন বিষের কৃমি মা গো,
বিষের বোঝা নিয়ে বেড়াই ।
প্রসাদ বলে ব্রহ্মময়ী,
বোঝা নাবাও ক্ষণেক জিরাই ।
দেখো, সুখ পেয়ে লোক গর্ব করে,
আমি করি দুঃখের বড়াই ॥
সূত্র: